Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Morbi adipiscing gravdio, sit amet suscipit risus ultrices eu. Fusce viverra neque at purus laoreet consequa. Vivamus vulputate posuere nisl quis consequat.
Create an accountশিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্বাগত। দেশি-বিদেশি বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা এবং এ মন্ত্রণালয়ের স্টেকহোল্ডারদেরকে শিল্প সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ মন্ত্রণালয়ের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের শিল্প খাতের সম্প্রসারণ এবং যুগোপযোগী নীতিমালা এবং কৌশল নির্ধারণের মূল দায়িত্ব প্রধানতঃ শিল্প মন্ত্রণালয়ের ওপর ন্যাস্ত। দেশের শিল্পায়নে বেসরকারি খাত হচ্ছে মূল চালিকা শক্তি। ক্রমবর্ধমান বিশ্বায়নের গুরুত্ব অনুধাবন করে দেশের বেসরকারি খাতে ব্যাপক শিল্প কর্মকান্ডে সমর্থন যোগাতে শিল্প মন্ত্রণালয় সহায়তাকারীর ভূমিকা পালন করে চলছে।
এ ওয়েবসাইটে মন্ত্রণালয়ের কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, প্রকাশনা এবং উদ্যোক্তা সহায়তা সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। জাতীয় অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্খিত লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয়ের অবদান সম্পর্কে জনগণ অবহিত হতে পারছেন।
আশা করি এ ওয়েবসাইট মন্ত্রণালয়ের সাথে সুবিধাভোগীদের যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং সরকারি ও বেসরকারি খাতের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের শিল্পায়নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।